দেশজুড়েপ্রধান শিরোনাম
ঢাকা ছাড়তে শুরু করেছেন মানুষ
ঢাকা অর্থনীতি ডেস্কঃ সরকারের দেয়া ৭ দিনের লকডাউনের ঘোষণা শোনার পর ঢাকা ছাড়তে শুরু করেছেন মানুষ। এ কারণে বাস, ট্রেন ও লঞ্চে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।
রোববার (৪ এপ্রিল) রাজধানীর বিমানবন্দর রেল স্টেশনে দেখা যায় যাত্রীদের উপচে পড়া ভিড়। লোকাল ট্রেনের শোভন চেয়ারে এক সিটে একজন করে বসার কথা থাকলেও তা কেউ মানছেন না।
হুড়োহুড়ি করে ট্রেনে উঠছেন যাত্রীরা। স্বাস্থ্যবিধি মানছেন না কেউই। ট্রেনে আসন না পেয়ে দাঁড়িয়েই বাড়ি যাচ্ছেন অনেকেই। প্রতি বগিতেই এমন দৃশ্য লক্ষ্য করা যায়।
বিমানবন্দর রেলওয়ে স্টেশনের স্টেশনমাস্টার মো. আলমগীর হোসেন বলেন, অন্য সব দিনের তুলনায় আজ বিমানবন্দর স্টেশনে যাত্রী অনেক বেশি। লকডাউনের ঘোষণায় যাত্রীদের চাপ বেড়েছে বলে ধারণা করা হচ্ছে।
/এন এইচ