আশুলিয়াদেশজুড়েপ্রধান শিরোনামস্থানীয় সংবাদ

ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পে নির্বাহী প্রকৌশলী নিয়োগ

ঢাকা অর্থনীতি ডেস্কঃ ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্পের নির্বাহী প্রকৌশলী নিয়োগ পেয়েছেন প্রকৌশলী মো. মুনির হোসেন।

সোমবার (৯ সেপ্টেম্ব) এ নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এক আদেশ জারি করা হয়েছে।

বিমানবন্দর থেকে আব্দুল্লাহপুর-ধউর-বড় আশুলিয়া-জিরাবো-বাইপাইল হয়ে ঢাকা ইপিজেড পর্যন্ত ২৪ কিলোমিটার দীর্ঘ এলিভেটেড এক্সপ্রেসওয়ে (উড়াল সড়ক) নির্মাণে ব্যয় হবে ১৬ হাজার ৯০১ কোটি টাকা।

সেতু বিভাগ থেকে জানা গেছে, ঢাকা শহরের উত্তরাঞ্চল তথা সাভার, আশুলিয়া, নবীনগর ও ইপিজেড সংলগ্ন শিল্প এলাকার যানজট নিরসন এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের লক্ষ্যে ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্পটি হাতে নেয়া হয়েছে।
এটি নির্মাণ হলে দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের প্রায় ২০টি এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রায় ৫/৬টি জেলার মানুষ আশুলিয়া-নবীনগর-বাইপাইল হয়ে সহজে এবং দ্রুততার সাথে ঢাকায় প্রবেশ করতে পারবেন। সব মিলিয়ে প্রায় ৩০টি জেলার আনুমানিক চার কোটি মানুষ এ প্রকল্প বাস্তবায়নে লাভবান হবে।

Related Articles

Leave a Reply

Close
Close