দেশজুড়েপ্রধান শিরোনাম
ঢাকার সিটি করপোরেশন নির্বাচন: মনোনয়ন নিলেন ইশরাক, তাবিথ ও রিপন
ঢাকা অর্থনীতি ডেস্ক: ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে এখন পর্যন্ত বিএনপির তিনজন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন বিএনপির এই তিন প্রার্থী। ঢাকা উত্তরের মনোনয়নপত্র নিয়েছেন তাবিথ আউয়াল এবং বিএনপির বিশেষ সম্পাদক আসাদুজ্জামান রিপন। ঢাকা দক্ষিণের মনোনয়নপত্র নিয়েছেন সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেন।
ঢাকা দক্ষিণে মনোনয়নপত্র সংগ্রহ করে ইভিএম নিয়ে শঙ্কা প্রকাশ করেন মনোয়ন প্রত্যাশী ইশরাক হোসেন। ঢাকা উত্তরে মনোনয়নপত্র সংগ্রহ করে তাবিথ আউয়াল জানান, সুষ্ঠু নির্বাচন হলে তিনি জয়ের আশা করছেন। মনোনয়ন ফরম নিয়ে আসাদুজ্জামান রিপন বলেন, সুষ্ঠু হবে না জেনেও খালেদা জিয়ার মুক্তির আন্দোলন ত্বরান্বিত করতে নির্বাচনে অংশ নিচ্ছে বিএনপি।
আগামী ৩০শে জানুয়ারি দুই সিটিতে ভোটগ্রহণ হবে। গেল ২২শে ডিসেম্বর ঢাকার দুই সিটির তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৩১শে ডিসেম্বর, যাচাই-বাছাই ২রা জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ৯ই জানুয়ারি। প্রতীক বরাদ্দ হবে ১০ই জানুয়ারি।
/এএস