দেশজুড়ে

ঢাকার নদী তীরে হবে সুন্দর ৫২কিলো হাঁটার পথ

ঢাকা অর্থনীতি ডেস্কঃ ঢাকা নদী বন্দর এলাকায় দখলমুক্ত করা জায়গায় ৫২ কিলোমিটার ‘ওয়াকওয়ে’ নির্মাণ করছে বিআইডব্লিউটিএ।

শনিবার সকালে কামরাঙ্গীরচর খোলামোরা ঘাট এলাকায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল ও নৌপরিবহন প্রতিমন্ত্রী খালেদ মাহমুদ চৌধুরী এ প্রকল্পের কাজ উদ্বোধন করেন।

অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কেউ আবার নদী দখলের চেষ্টা করলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

নৌপ্রতিমন্ত্রী বলেন, আগামী ১০ বছরের মধ্যে নদীকে দূষণমুক্ত করা হবে। অবৈধ জায়গায় কোনো ধর্মীয় প্রতিষ্ঠান থাকলে তা অন্যত্র সরিয়ে নেয়া হবে। এই কর্মকাণ্ডে কেউ বাধা দিতে এলে কোনো ছাড় দেওয়া হবে না।

বিআইডব্লিউটিএ’র প্রকল্পের আওতায় বুড়িগঙ্গা, তুরাগ, শীতলক্ষ্যা ও বালু নদীর তীরভূমি সীমানা পিলার স্থাপন, ওয়াকওয়েসহ বিভিন্ন অবকাঠামো নির্মাণ করা হবে।

নদীর তীরভূমি ৫২ কিলোমিটার এলাকায় হাঁটার পথ ছাড়াও ১০ হাজার ৮২০টি সীমানা পিলার স্থাপন করা হবে, নির্মাণ করা হবে তিনটি ইকোপার্ক, ১৯টি আরসিসি জেটি, ১০০ টি আরসিসি সিঁড়ি, ৪০৯টি বসার বেঞ্চ ইত্যাদি।

এ প্রকল্পের প্রাথমিক ব্যয় ধরা হয়েছে ৮৪৪ কোটি ৫৫ লাখ টাকা। ২০২২ সালের জুনের মধ্যে প্রকল্পের কাজ শেষ হবে।

/আরএম

Related Articles

Leave a Reply

Close
Close