দেশজুড়েপ্রধান শিরোনাম

ঢাকার দুই সিটির নির্বাচন জানুয়ারির শেষ সপ্তাহে

ঢাকা অর্থনীতি ডেস্ক: আগামী বছরের জানুয়ারির মধ্যেই ঢাকা সিটি করপোরেশন নির্বাচন করার বাধ্যবাধকতা রয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব মোহাম্মদ আলমগীর।

বুধবার (১১ ডিসেম্বর) বিকালে নির্বাচন কমিশন সচিবালয়ে ৫৬তম কমিশন সভায় আরপিও চূড়ান্ত, সংসদীয় সীমানা পুনঃনির্ধারণ, নির্বাচন প্রশিক্ষণ বাজেট নীতিমালা, একাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রতিবেদন প্রকাশসহ আলোচনা হয় বিভিন্ন ইস্যুতে।

সভা শেষে ইসি সচিব বলেন, সংসদীয় সীমানা পুনঃনিধারণ আইন চূড়ান্ত হয়েছে, তা আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে। এসময় সচিব জানান, জানুয়ারির শেষ সপ্তাহে নির্বাচন করার কথা ভাবছে কমিশন। আর তফসিল হবে ডিসেম্বরের শেষ সপ্তাহে। নির্বাচন কমিশনে মতবিরোধ থাকলেও তা কাজে বাধা হচ্ছে না বলেও মন্তব্য করেন তিনি।

এছাড়া সভায় ইসিতে কর্মচারী নিয়োগ নিয়ে চার কমিশনারের অভিযোগের জবাব দেয়া হয়েছে বলেও জানান তিনি।

Related Articles

Leave a Reply

Close
Close