প্রধান শিরোনামবিশ্বজুড়ে
ঢাকায় আসছেন মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী
ঢাকা অর্থনীতি ডেস্ক: দু’দিনের সফরে শনিবার (৪ ফেব্রুয়ারি) ঢাকায় আসছেন মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুসন ইসমাইল।
বিকেলে ঢাকায় পৌঁছার পর জনশক্তি প্রেরণকারী একটি প্রতিষ্ঠানের সঙ্গে বৈঠক করবেন তিনি। রাতে প্রবাসী কল্যাণমন্ত্রীর সঙ্গে নৈশভোজে অংশ নেবেন।
এছাড়া স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সাথেও বৈঠক করবেন মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী।
এ সফরে মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশি কর্মী নিয়োগের প্রক্রিয়া আরও স্বচ্ছ ও দ্রুততার সাথে করার বিষয়ে আলোচনা হতে পারে। এ ছাড়া জনশক্তি নিয়োগে বিদ্যমান যে চুক্তি আছে, বাংলাদেশের পক্ষ থেকে তা হালনাগাদ করার প্রস্তাব দেয়া হতে পারে।