দেশজুড়ে
ডেসটিনি গ্রুপের গুদামে আগুন
ঢাকা অর্থনীতি ডেস্কঃ গাজীপুরের টঙ্গীতে ডেসটিনি গ্রুপের পরিত্যক্ত একটি গুদামে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট।
মঙ্গলবার সকাল সোয়া ৯টার দিকে টঙ্গী পূর্ব থানার মিলগেট ন্যাশনাল টিউব রোডে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন টঙ্গী ফায়ার সার্ভিস কর্মকর্তা ইকবাল হোসেন।
তিনি জানান, সকালে টিউব রোডে ডেসটিনির পরিত্যক্ত একটি গুদামে আগুন লাগে। পরে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন স্থানীয় লোকজন। তবে বাড়তে থাকায় ফায়ার সার্ভিসে খবর দেন তারা। পরে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের উত্তরার একটি ও টঙ্গীর চারটি ইউনিট।
/এন এইচ