প্রধান শিরোনামস্বাস্থ্য

ডেঙ্গু ভালো হওয়ার পর করণীয় কি?

ঢাকা অর্থনীতি ডেস্কঃ সারাদেশে ডেঙ্গুজ্বরের রোগীর সংখ্যা কমছে। অনেকে চিকিৎসা শেষে বাসায় ফিরছেন। তবে শুধু বাসায় ফিরলেই হবে না। জ্বর ভালো হওয়ার পরে রোগীর প্রতি যত্ন নিতে হবে।

জ্বর ভালো হওয়ার পরে রোগীর প্রতি খেয়াল রাখতে হবে। কারণ এসব রোগীর অনেক ধরনের পরিবর্তন হতে পারে।

বিশিষ্ট ইন্টার্নাল মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডা. তাইমুর নাওয়াজ ডেঙ্গুজ্বর নেমে যাওয়ার পর রোগীর পরিচর্যা বিষয়ে নিম্নোক্ত পরামর্শ দেনঃ 

১. ডেঙ্গু রোগীর রক্তের উপাদান কমে যাওয়া কিংবা রক্তের ঘনত্ব বেড়ে যাওয়ার মতো সমস্যা জ্বর চলে যাওয়ার পরে দেখা যেতে পারে। তাই এ সময় যেকোনো প্রকার জটিলতা দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

২. ডেঙ্গু ভালো হওয়ার পরে রক্তের ভেতরের তরল অংশ বের হয়ে আসা, রক্ত ঘন হয়ে যাওয়া কিংবা রক্তের প্রেশার কমে যেতে পারে। তাই এর চিকিৎসা একটাই স্যালাইন নেয়া বা প্রয়োজনে শিরায় স্যালাইন দেয়া।

৩. রক্তের প্লাটিলেট নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। প্লাটিলেট অতি মাত্রায় কমে না গেলে এ নিয়ে ব্যবস্থাও নিতে হবে।

৪. রক্তের প্লাটিলেট কমে গেলে স্যালাইন দেয়ার পাশাপাশি ডাবের পানি, ওরস্যালাইন, লেবুর শরবত- এসব প্রচুর পরিমাণে খাওয়াতে হবে, যাতে প্রেশার কমে রোগী শক সিনড্রোম পর্যন্ত না যায়।

৫. ফ্লুয়িড ম্যানেজমেন্ট অর্থাৎ তরল খাবার ঠিকমতো খেলে ডেঙ্গু নিয়ে ভয়ের কোনো কারণ নেই।

তিনি জানান, জ্বর ভালো হলেও রোগীকে সচেতনভাবে চিকিৎসকের পরামর্শ মতো চলতে হবে। প্রয়োজন অনুযায়ী পরামর্শ নিতে হবে চিকিৎসকের।

#এমএস

Related Articles

Leave a Reply

Close
Close