Related Articles
12 December, 2020
৫৯
‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা যা বলেন তা করে দেখান, তার প্রমাণ পদ্মা সেতুঃ মতিয়া চৌধুরী
Check Also
Close-
রস ছাড়াই তৈরি হচ্ছে খেজুরের গুড়
4 December, 2019
ঢাকা অর্থনীতি ডেস্কঃ ঢাকার সঙ্গে পাল্লা দিয়ে রাজধানীর বাইরেও বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। মশাবাহিত এ রোগে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ঢাকার বাইরে এক হাজারের বেশি মানুষ হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশনস সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, সোমবার (৫ আগস্ট) সকাল ৮টা থেকে মঙ্গলবার (৬ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত সারাদেশে দুই হাজার ৩৪৮ জন ডেঙ্গু নিয়ে বিভিন্ন হাসপাতালে গেছেন।
সবমিলিয়ে এই বছরে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ৩০ হাজারের কাছাকাছি পৌঁছেছে। এতে মৃতের সংখ্যা স্বাস্থ্য অধিদপ্তর ২৩ জন বলে জানালেও বিভিন্ন গণমাধ্যমে ৯০ এর বেশি মৃত্যুর খবর ইতোমধ্যে এসেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত সারাদেশে ২৯ হাজার ৯১২ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিয়েছেন। বর্তমানে সাত হাজার ৯৬৮ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। চিকিৎসা শেষে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন ২১ হাজার ৯২১ জন।
এর মধ্যে রাজধানীর ৩৮টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ৫ হাজার ১৮২ জন ডেঙ্গু রোগী। আর ঢাকার বাইরের বিভিন্ন জেলায় ভর্তি আছেন ২ হাজার ৮৩২ জন।
পুরো জুলাই মাসে সারা দেশে ১৬ হাজার ২২৩ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসাপাতালে ভর্তি হয়েছিলেন। আর অগাস্ট মাসের প্রথম পাঁচ দিনেই হাসপাতালে গেছেন ১১ হাজার ৪৫১ জন ডেঙ্গু রোগী।