দেশজুড়ে

ডেঙ্গু জ্বরে আরও এক ডাক্তারের মৃত্যু

ঢাকা অর্থনীতি ডেস্ক: হবিগঞ্জের পর এবার ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রাজধানীর ধানমন্ডির আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) তানিয়া সুলতানা নামের এক চিকিৎসকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুলাই) রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঢাকার যাত্রাবাড়ী এলাকার বাসিন্দা তানিয়া ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বুধবার প্রথমে ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। ওইদিনই তাকে স্থানান্তর করা হয় আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে।

ডা. তানিয়া সুলতানা সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের ৪৭তম ব্যাচের ছাত্রী ছিলেন। তিনি ঢাকা মেডিকেল কলেজে এফসিপিএস পার্ট-২ এর শিক্ষার্থী ছিলেন।
এর আগে, হবিগঞ্জের সিভিল সার্জন ডা. শাহাদাত হোসেন হাজরা ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে মারা যান।

Related Articles

Leave a Reply

Close
Close