দেশজুড়ে
ডেঙ্গুতে প্রাণ গেল দেড় বছরের শিশুর

ঢাকা অর্থনীতি ডেস্কঃ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে তাওহীদ নামে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
তাওহীদ বরগুনা সদর উপজেলার গৌরচিন্না ইউনিয়নের লাকুরতলা গ্রামের ইসাহাক আলীর ছেলে।
বরগুনা জেনারেল হাসপাতাল সূত্রে জানা গেছে, তাওহীদকে গত ৩০ জুলাই মঙ্গলবার ডেঙ্গু জ্বরে আক্রান্ত হিসেবে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। শিশুটির অবস্থার অবনতি হওয়ায় গতকাল শুক্রবার দুপুরে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়। এরপর বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার দুই ঘণ্টা পর শুক্রবার সন্ধ্যার দিকে শিশুটি মারা যায়।
বরগুনার সিভিল সার্জন ডা. হুমায়ুন শাহিন খান জানান, বরগুনায় শনিবার দুপুর ১২টা পর্যন্ত বরগুনায় ৩৭ জন ডেঙ্গু আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। এদের মধ্যে গতকাল সন্ধ্যায় তাওহীদ নামের এক শিশু মারা গেছে। ২২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। বাকিদের মধ্যে ১৩ জন বরগুনা জেনারেল হাসপাতাল ও একজন আমতলী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।