দেশজুড়ে

ডেঙ্গুতে আক্রান্ত মুগদা মেডিকেলের ১০ চিকিৎসক ও ২০ নার্স

ঢাকা অর্থনীতি ডেস্কঃ রাজধানীর মুগদা মেডিকেল কলেজ ও হাসপাতালে গত এক মাসে ১০ জন চিকিৎসক ও ২০ জন নার্সসহ মোট ৩০ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন।

শনিবার (২৭ জুলাই) হাসপাতালটির পরিচালক ডা. আমিন আহমেদ খান সংবাদমাধ্যমে এই তথ্য জানান।

ডা. আমিন আহমেদ খান বলেন, ‘গত এক মাসে আমার হাসপাতালের ১০ জন ডাক্তার ও ২০ জন নার্স চিকিৎসা নিয়েছেন। এদের ভেতরে দুই চিকিৎসক এবং দুই নার্স হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।’

পরিচালক বলেন, ‘এই ৩০ জনের ভেতরে এখনো দুই নার্স হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তাঁরা এখন মোটামুটি সুস্থ আছেন।’

ডা. আমিন আহমেদ খান বলেন, ‘যে সব চিকিৎসক এবং নার্স ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন তাঁদের অধিকাংশই এখনো ছুটিতে আছেন। কয়েকজন চিকিৎসক হাসপাতালে কাজ শুরু করেছেন।’

ডা. আমিন আরও বলেন, ‘গত এক মাসে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ৬২৯ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিয়েছেন। এখন আর হাসপাতালের সিটই খালি নেই। ডেঙ্গু নিয়ে আমরা নিজেরাও খুব চিন্তিত। গত জুন মাসে ৫২ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিয়েছেন। বুঝেন তাহলে এক মাসের ব্যবধানে কত গুণ বেশি রোগী চিকিৎসা নিয়েছেন।’

Related Articles

Leave a Reply

Close
Close