দেশজুড়েপ্রধান শিরোনাম
ডেঙ্গুজ্বরে আশুলিয়ার যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: আশুলিয়ার বাইপাইলে ফলের আরতের আড়ৎদার গৌতম দাসের ছেলে অজয় দাস (২৫) ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
শনিবার(২৪ আগস্ট) সকালে রাজধানীর কল্যাণপুরে বেসরকারি ইবনে সিনা মেডিকেল কলেজ হাসোতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। অজয় দাসের গ্রামের বাড়ি চাঁদপুরের মতলব থানার সুজাতপুর গ্রামে।
নিহতের পিতা গৌতম দাস জানান, গত ২০ আগস্ট তার ছেলে অজয় দাস জ্বরে আক্রান্ত হলে তাকে প্রথমে আশুলিয়ার হাবিব ক্লিনিকে ভর্তি করা হয়। পরে সেখান থেকে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে পরীক্ষা করা হলে ডেঙ্গু ধরা পড়ে। পরদিন সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। পরে সেখান থেকে কল্যানপুর ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে ভর্তি করা হয়।
এ বিষয়ে ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতালের গ্রাহক সেবা বিভাগের কর্মকর্তা মো. রফিকুল ইসলাম ঢাকা অর্থনীতিকে জানান, গতকাল দুপুরে এই হাসপাতালে ভর্তি হয় অজয় দাস। অবস্থা খারাপ হওয়া তাকে আইসিইউতে রাখা হয়। পরে আজ সকালে মারা যান তিনি। এ বছর ইবনে সিনা হাসপাতালে ডেঙ্গুতে আর কোন রোগী মারা যায়নি বলেও জানান তিনি।
এদিকে নিহতের মরদেহ এ্যাম্বুলেন্স যোগে তার গ্রামের বাড়ি চাঁদপুরে নিয়ে যাওয়া হয়েছে।
/আরএম