দেশজুড়েপ্রধান শিরোনাম

ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে মারা গেল জাবি শিক্ষার্থী

ঢাকা অর্থনীতি ডেস্কঃ ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে রনজীত দাস চৌহান নামের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক শিক্ষার্থী মারা গেছেন।

রোববার (১৫ নভেম্বর) রাত ১টা ৪০ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। রনজীত বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের ৪৬তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তিনি শহীদ রফিক-জব্বার হলের আবাসিক শিক্ষার্থী ছিলেন। একই সঙ্গে জাহাঙ্গীরনগর সিনে সোসাইটির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন। তার গ্রামের বাড়ি কুমিল্লার আদর্শ সদর উপজেলায়।

জানা যায়, জন্ডিসের লাস্ট স্টেজে ছিল রঞ্জিত। সঙ্গে ডেঙ্গুজ্বরের প্রকোপে আশঙ্কাজনক হারে রক্তের প্লাটিলেট কমেছিল। সে সঙ্গে তার কিডনিতে মেজর কিংবা মাঝারি ধরনের সমস্যা হয়েছে। রনজীতের মৃত্যুতে ক্যাম্পাসে শোকের ছায়া নেমে এসেছে।

এর আগে নিজ এলাকা কুমিল্লার স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন। পরে অবস্থার অবনতি হলে কুমিল্লা থেকে ঢাকা মেডিকেলে স্থানান্তর করা হয়।

/এন এইচ

Related Articles

Leave a Reply

Close
Close