দেশজুড়েপ্রধান শিরোনাম

ডিবি পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী নিহত

ঢাকা অর্থনীতি ডেস্ক: কুমিল্লায় ডিবি পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে রাসেল নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। এসময় দুই পুলিশ সদস্য আহত হয়েছে।

বুধবার দিবাগত রাত সোয়া ১টার দিকে জেলার সদর উপজেলার গোমতী নদীর বেড়িবাঁধ সংলগ্ন শ্রীপুর এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে একটি পাইপগান, একটি রামদা ও সাড়ে ৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে।

নিহত রাসেল জেলার সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়নের দক্ষিণ বাগবের গ্রামের হারু মিয়ার ছেলে।

পুলিশ জানায়, জেলার সদর উপজেলার গোমতী নদীর বেড়িবাঁধ সংলগ্ন শ্রীপুর এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী মাদক ভাগাভাগী করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে মাদক উদ্ধারে অভিযানে যায় জেলা ডিবি পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পুলিশের উপর হামলা চালায়। এসময় পুলিশ আত্মরক্ষার্থে গুলি ছোঁড়ে। একপর্যায়ে মাদক ব্যবসায়ী রাসেল গুলিবিদ্ধ হয়ে আহত হয়। পরে তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জেলা ডিবির ওসি মো. মাঈন উদ্দিন খান জানান, নিহত রাসেল পুলিশের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে থানায় ৮-১০টি মামলা রয়েছে।

Related Articles

Leave a Reply

Close
Close