দেশজুড়ে

‘ডিবি’ পরিচয়ে মোবাইল ছিনতাইয়ের চেষ্টা, আটক ১

ঢাকা অর্থনীতি ডেস্ক: চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানার ব্রিজঘাট এলাকায় মঞ্জুর (১৮) নামে এক বাবুর্চির মোবাইল ফোন ছিনতাই চেষ্টাকালে এক ভুয়া ডিবি পুলিশকে আটক করা হয়েছে। শনিবার (১১ জানুয়ারি) দিনগত রাতে বিআইডব্লিউটিএ ভবনের পেছনে সাম্পান ঘাট থেকে তাকে আটক করা হয়।

আটক ভুয়া ডিবি পুলিশের নাম বোরহান উদ্দিন রব্বানী প্রকাশ ইমন (২২)। সে কক্সবাজার সদর উপজেলার উত্তর গুমাতলি গ্রামের মনির আহম্মেদের ছেলে।

কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসিন বলেন, মো. মঞ্জুর (১৮) নামে এক বাবুর্চি রাতে বাড়ি ফিরছিল। রাত সাড়ে ৯টার দিকে বিআইডব্লিউটিএ ভবনের পেছনে সাম্পান ঘাটে পৌঁছালে প্রতারক বোরহান উদ্দিন রব্বানী প্রকাশ ইমন নিজেকে ডিবি পুলিশ পরিচয় দেয়। এ সময় সে জোর করে মঞ্জুর হাতে থাকা মোবাইল ফোন ছিনিয়ে নেয়ার চেষ্টা করে।

এ সময় ছিনতাইয়ের চেষ্টাকালে আশেপাশে থাকা লোকদের কেউ একজন বিষয়টি ৯৯৯ নম্বরে কল করে জানায়। খবর পেয়ে ওই এলাকায় ডিউটিরত এএসআই মো. সাদেক হোসেন তাকে আটক করে।

/এএস

Related Articles

Leave a Reply

Close
Close