দেশজুড়ে
ডিবি পরিচয়ে চাঁদা দাবির অভিযোগে যুবক আটক
ঢাকা অর্থনীতি ডেস্কঃ গাইবান্ধায় ডিবি পরিচয় দিয়ে চাঁদা দাবির অভিযোগে আব্দুর রহিম (৩০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। শনিবার (৯ নভেম্বর) রাতে উপজেলার সাহাপাড়া ইউনিয়নের কাশদহ এলাকা থেকে তাকে আটক করা হয়।
রোববার (১০ নভেম্বর) সকালে আটকের বিষয়টি নিশ্চিত করেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. শাহরিয়ার।
আটক রহিম জেলার সাদুল্লাপুর উপজেলার খোর্দ্দকমরপুর ইউনিয়নের গাছুর বাজার গ্রামের মিঠু মিয়ার ছেলে।
ওসি জানান, ভুয়া ডিবি পুলিশ আব্দুল রহিম কাশদহ এলাকার মান্নান মিয়ার কাছে মোবাইল ফোনে ডিবি পুলিশ পরিচয় দিয়ে ২০ হাজার টাকা চাঁদা দাবি করেন। মান্নান মিয়ার বিষয়টি সন্দেহ হলে আব্দুল রহিমকে অপেক্ষা করতে বলে গোপনে থানায় অভিযোগ করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে আব্দুর রহিমকে আটক করা হয়।
তিনি দীর্ঘদিন ধরে ডিবি পুলিশ পরিচয়ে বিভিন্ন ব্যক্তির কাছে চাঁদা দাবি করে আসছিলেন। এ ঘটনায় তার বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।