দেশজুড়েপ্রধান শিরোনাম
‘ডিজিটাল পদ্ধতির কারণেই অর্থনীতির অগ্রগতি’
ঢাকা অর্থনীতি ডেস্ক: ডিজিটাল পদ্ধতির কারণে অর্থনীতির অগ্রগতি হয়েছে, দেশে দুর্নীতি নিয়ন্ত্রণ সম্ভব হচ্ছে- এমনটি জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার (১২ ফেব্রুয়ারি) সকালে গণভবনে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিব হাই-টেক পার্ক, রাজশাহীতে নির্মিত ‘শেখ কামাল আইটি ইনকিউবেটর অ্যান্ড ট্রেনিং সেন্টার এবং শতভাগ বিদ্যুতায়িত ৭টি জেলা, ১৮টি জেলার ২৩টি উপজেলা এবং ১টি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
আওয়ামী লীগ সরকার থাকলে দেশের উন্নতি হয় তা প্রমাণিত সত্য বলেও জানান তিনি।
প্রধানমন্ত্রী বলেন,জাতির পিতার চিন্তা চেতনা বাস্তবায়ন করে দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতে কাজ করছে সরকার।
তিনি বলেন, বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশকে এগিয়ে নিতেই ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলা হচ্ছে। অনলাইনে ব্যবসা-বাণিজ্যের পাশাপাশি আউটসোর্সিংয়ের মাধ্যমে ঘরে বসেই অর্থ উপার্জন করতে পারছে মানুষ।
দেশের ৯৬ ভাগ মানুষ বিদ্যুতের সুবিধা পাচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
/এএস