দেশজুড়েপ্রধান শিরোনামশেয়ার বাজার

ডিএসইতে সূচক নিম্নমুখী হলেও লেনদেন ছাড়ালো ১২০০ কোটি

ঢাকা অর্থনীতি ডেস্ক: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সবগুলো সূচকের নিম্নমুখী প্রবণতায় লেনদেন চলছে। আজ দুপুর পর্যন্ত লেনদেন ১২০০ কোটি টাকা ছাড়িয়েছে।

বৃহস্পতিবার (২৬ আগস্ট) বেলা সাড়ে ১২টা পর্যন্ত লেনদেনের এই তথ্য পাওয়া গেছে।

এর আগে দিনের শুরুতে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ার মধ্য দিয়ে প্রথম মিনিটেই ডিএসই’র প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ১৫ পয়েন্ট বেড়ে যায়। তবে ১০ মিনিটের মধ্যে ঋণাত্মক হয়ে পড়ে সূচক।

একপর্যায়ে ডিএসই’র প্রধান সূচক ১০ পয়েন্ট কমেও রয়। অবশ্য সূচকের ঋণাত্মক অবস্থা বেলা সাড়ে ১২টা পর্যন্ত অব্যাহত ছিলো। এসময় বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমেছে।

এখন পর্যন্ত ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স আগের তুলনায় ২৭ পয়েন্ট কমেছে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ্ সূচক সাত পয়েন্ট কমেছে এবং ডিএসই-৩০ সূচক কমেছে ১০ পয়েন্ট।

এই সময় পর্যন্ত ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩৭৬টি প্রতিষ্ঠান। এর মধ্যে ১৪৭টি শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ১৮৫টির। ৪৪টির দাম অপরিবর্তিত রয়েছে। লেনদেন হয়েছে ১২১০ কোটি টাকার বেশি।

/ আর এইচ এস

Related Articles

Leave a Reply

Close
Close