দেশজুড়ে
ডিএমপির ঊর্ধ্বতন ৬ কর্মকর্তাকে বদলি
ঢাকা অর্থনীতি ডেস্কঃ ডিএমপি’র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ও সহকারী পুলিশ কমিশনার (এসি) পদমর্যাদার ছয়জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে মঙ্গলবার এই বদলি করা হয়। আদেশে বদলি অবিলম্বে কার্যকরের নির্দেশও দেয়া হয়েছে।
এদের মধ্যে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. মাহ্বুবুর রহমানকে এস্টেট বিভাগে বদলি করা হয়েছে। আর ট্রাফিক-এ্যাডমিন অ্যান্ড রিসার্চ বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. শামীম কুদ্দুছ ভূইয়াকে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার অ্যাডমিন বিভাগে বদলি করা হয়েছে।
এছাড়া অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সৈকত শাহীনকে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার প্রটেকশন বিভাগে বদলি করা হয়েছে। আর কমিউনিটি পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সাত্যকি কবিরাজ ঝুলনকে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার পিওএম উত্তর বিভাগে বদলি করা হয়েছে।
একই আদেশে সহকারী পুলিশ কমিশনার সুলতানা ইশরাত জাহানকে সহকারী পুলিশ কমিশনার সচিবালয় নিরাপত্তা বিভাগে বদলি করা হয়েছে। আর অপরাধ বিভাগের সহকারী পুলিশ কমিশনার মো. মারুফ-উল হাসানকে সহকারী পুলিশ কমিশনার প্রটেকশন বিভাগে বদলি করা হয়েছে।
/এন এইচ