গার্মেন্টসপ্রধান শিরোনামশিল্প-বানিজ্যসাভারস্থানীয় সংবাদ
ডিইপিজেডে শ্রমিকদের গণটিকার উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক: সাভারের ঢাকা ইপিজেডের কর্মরত শ্রমিকদের জন্য করোনার টিকার কেন্দ্র চালু করা হয়েছে। আজ রোববার (২১ নভেম্বর) সকাল ১০টায় ডিইপিজেডের মহাব্যবস্থাপক আবদুস সোবাহন ও ঢাকা জেলা সিভিল সার্জন ডাঃ আবু হোসেন মো. মঈনুল আহসান উপস্থিত হয়ে আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে ডিইপিজেডের হাসপাতালে এই টিকা কেন্দ্র চালু হয়।
প্রথম দিনে ১ হাজার শ্রমিককে টিকা দেয়ার কথা জানানো হয়। পরের সপ্তাহ থেকে প্রতিদিন দেড় হাজার শ্রমিককে টিকা দেয়া হবে। ছুটির দিন ছাড়া প্রতিদিন সকাল ৯ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত টিকা কার্যক্রম চলবে।
মহাব্যবস্থাপক আবদুস সোবাহন জানান, ইপিজেডে করোনার টিকা কেন্দ্র স্থাপনের ফলে শ্রমিক কর্মঘন্টা যেমন বাঁচবে, তেমনি টিকা গ্রহনেও আগ্রহ বাড়বে। এছাড়া কাজের গতিশীলতাও আসবে।
ঢাকা ইপিজেডের প্রায় ৯৯ কারখানায় অন্তত ৮৫ হাজার শ্রমিক কর্মরত আছে।
উদ্বোধন অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সায়েমুল হুদাসহ ইপিজেডের অন্যান্য কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।