দেশজুড়ে
ডিআইজি মিজান-বাছিরের বিরুদ্ধে দুদকের চার্জশিট অনুমোদন
ঢাকা অর্থনীতি ডেস্কঃ তদন্তে ঘুষ লেনদেনের অভিযোগের প্রমাণ মেলায় বরখাস্ত পুলিশের ডিআইজি মিজানুর রহমান ও দুর্নীতি দমন কমিশনের পরিচালক খন্দকার এনামুল বাছিরের বিরুদ্ধে চার্জশিট দেয়ার সিদ্ধান্ত নিয়েছে দুদক। রবিবার(১২ জানুয়ারি) প্রধান কার্যালয়ে দুদক সচিব বলেন, কমিশন অনুমোদন দেয়ায় শিগগিরই আদালতে এই চার্জশিট দেয়া হবে।
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পুলিশের সাবেক ডিআইজি মিজানুর রহমানের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক। মামলা থেকে রেহাই পেতে অনুসন্ধানকারী কর্মকর্তা ও দুদকের পরিচালক খন্দকার এনামুল বাছির মিজানের কাছ থেকে চল্লিশ লাখ টাকা ঘুষ নেয়ার অভিযোগ ওঠে। পরে ঘুষ লেনদেনের একটি অডিও রেকর্ড ফাঁস হলে বরখাস্ত হন দুদক পরিচালক এনামুল বাছির।
ঘুষ লেনদেনের অভিযোগে গেলো বছরের ১৬ই জুলাই দুজনের বিরুদ্ধে মামলা করে দুদক। ছয় মাসের তদন্তে অভিযোগের প্রমাণ মেলায় চার্জশিট দেয়ার সিদ্ধান্ত নিয়েছে দুদক। দুদক বলছে, দুই আসামির শাস্তি নিশ্চিতে প্রয়োজনীয় প্রমাণ আদালতে উপস্থাপন করা হবে।দুদকের মামলায় কারাগারে রয়েছেন মিজানুর রহমান ও এনামুল বাছির।
/এন এইচ