বিশ্বজুড়ে
ডাকাতের দেয়া আগুনে দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশির মৃত্যু
ঢাকা অর্থনীতি ডেস্কঃ জীবিকার তাগিদে দক্ষিণ আফ্রিকা গিয়ে ডাকাতের দেয়া আগুনে দগ্ধ হয়ে মাদারীপুরের শিবচর উপজেলার ইমরান (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তার মৃত্যুর খবরে পরিবারে চলছে শোকের মাতম।
বুধবার (২৩ অক্টোবর) ভোরে দক্ষিণ আফ্রিকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এর আগে গত সোমবার (২১ অক্টোবর) রাতে ডাকাতের দেয়া আগুনে দগ্ধ হন ইমরান। ইমরানের খালাতো ভাই আব্দুস সালাম এ তথ্য নিশ্চিত করেছেন।