বিশ্বজুড়ে

ডাকাতের দেয়া আগুনে দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশির মৃত্যু

ঢাকা অর্থনীতি ডেস্কঃ জীবিকার তাগিদে দক্ষিণ আফ্রিকা গিয়ে ডাকাতের দেয়া আগুনে দগ্ধ হয়ে মাদারীপুরের শিবচর উপজেলার ইমরান (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তার মৃত্যুর খবরে পরিবারে চলছে শোকের মাতম।

বুধবার (২৩ অক্টোবর) ভোরে দক্ষিণ আফ্রিকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে গত সোমবার (২১ অক্টোবর) রাতে ডাকাতের দেয়া আগুনে দগ্ধ হন ইমরান। ইমরানের খালাতো ভাই আব্দুস সালাম এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত ইমরান শিবচর উপজেলার দ্বিতীয়াখণ্ড ইউনিয়নের মুজাফফরপুর খলিফাকান্দি এলাকার দুদু মিয়া খলিফার ছেলে।
আব্দুস সালাম জানান, দক্ষিণ আফ্রিকার ওরেঞ্জফার্ম এলাকায় দোকান করতো ইমরান। সোমবার রাতে বন্দুকধারী একদল ডাকাত তার দোকানে হানা দেয়। ডাকাতি শেষে দোকান আটকে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয় ডাকাতরা। এ সময় আব্দুর রহিম নামে শিবচরের আরও এক যুবকও আহত হন। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে অন্য প্রবাসীরা স্থানীয় হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় বুধবার বাংলাদেশ সময় ভোরে তার মৃত্যু হয়। আহত রহিম চিকিৎসাধীন রয়েছেন।

Related Articles

Leave a Reply

Close
Close