দেশজুড়ে
ডাকসু ভবনে হামলার ফুটেজ সরিয়েছে প্রশাসন: বিএনপি
ঢাকা অর্থনীতি ডেস্কঃ ডাকসু ভবনে হামলার সিসিটিভি ফুটেজ প্রশাসনই সরিয়েছে এমন অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে খালেদা জিয়ার মুক্তির দাবিতে আয়োজিত প্রতিবাদ সভায় এ অভিযোগ করেন তিনি।
বিএনপি যাতে প্রস্তুতি নিতে না পারে তার জন্য তড়িঘড়ি করে ঢাকার সিটি নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, বিএনপির শাসনামলে নির্যাতনের কারণে সংখ্যালঘুরা ভারতে আশ্রয় নিয়েছে, আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের এমন বক্তব্য দেশের সার্বভৌমত্বের জন্য হুমকি।
তিনি জানান, দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে মনোনয়ন প্রত্যাশীরা দশ হাজার টাকার বিনিময়ে মনোনয়ন ফরম তুলতে পারবেন। এছাড়া, জমা দেয়ার ফি এক লাখ টাকা নির্ধারণ করা হয়েছে বলে জানান রিজভী।
/এএস