দেশজুড়েপ্রধান শিরোনামস্বাস্থ্য

‘ডব্লিউএইচও’র সাথে সাড়ে ১০ কোটি করোনা টিকার নতুন চুক্তি’

ঢাকা অর্থনীতি ডেস্ক: আমরা দেশের প্রতিটি মানুষের জন্য টিকার ব্যবস্থা করবো আর তাই বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) সাথে নতুন করে সাড়ে ১০ কোটি ডোজ করোনা টিকার নতুন চুক্তি হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাথে নতুন করে সাড়ে ১০ কোটি টিকার চুক্তি হয়েছে।’ রবিবার বেলা আড়াইটার দিকে মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়াস্থ শুভ্র সেন্টার উপজেলা যুবলীগ আয়োজিত জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা জানান স্বাস্থ্যমন্ত্রী।

এ সময় মন্ত্রী আরও বলেন, ‘প্রধানমন্ত্রী শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার ব্যাপারে তাগিদ দিচ্ছেন। শিক্ষক-শিক্ষার্থীদের টিকা দিয়েই শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে।’

অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম, সহ-সভাপতি রমজান আলী, যুগ্ম সম্পাদক সুলতানুল আজম খান আপেল, সদর উপজেলা আ‘লীগের সভাপতি ইসরাফিল হোসেন, সাধারণ সম্পাদক আফসার উদ্দিন সরকার, সদর যুবলীগের সভাপতি খলিলুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।

/ আর এইচ এস

Related Articles

Leave a Reply

Close
Close