দেশজুড়ে
ঠাকুরগাঁও সদর হাসপাতালে আওয়ামী লীগের সুরক্ষা সামগ্রী প্রদান
ঢাকা অর্থনীতি ডেস্কঃ কোভিড-১৯ মোকাবেলায় ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের জন্য অক্সিজেন কনসেনট্রেট, পিপিই, মাস্ক এবং ফেস শিল্ডসহ ১০ আইটেমের বিভিন্ন সরঞ্জামাদি হস্তান্তর করেছে বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটি।
মঙ্গলবার (১১ আগস্ট) আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী’র সমন্বয়ে এসব সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়।
আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির কেন্দ্রীয় সদস্য আব্দুল্লাহ আল মাসুমের প্রতিনিধিত্বে ঠাকুরগাঁও সার্কিট হাউজের হল রুমে এসব সামগ্রী দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, প্রচার সম্পাদক মোস্তাফিজুর রহমান রিপন, সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান অরুনাংশ দত্ত প্রমূখ।
/আরএম