বিনোদন

ট্রেলারেই মাত করলো ‘মালাং’

ঢাকা অর্থনীতি ডেস্ক: সালমান-ঋত্বিক-টাইগারের মতো এবার উন্নত দেহসৌষ্ঠব উন্মুক্ত করলেন আদিত্য রয় কাপুর। সিনেমায় অ্যাকশন দৃশ্যে এটাই তার প্রথম অভিনয়। তার সঙ্গে রয়েছে দিশা পাটানির মোহনীয় উপস্থিতি। দুর্দান্ত অ্যাকশন-রোমাঞ্চ-থ্রিলারধর্মী সিনেমা ‘মালাং’ ট্রেলার দেখিয়েই চমকে দিয়েছে দর্শকদের।

প্রেমিক আদিত্য রয় কাপুরের সঙ্গে গোয়ায় অ্যাডভেঞ্চার স্পোর্টস উপভোগ করতে যান দিশা পাটানি। খেলাধুলা, ঘুরাঘুরি, পার্টি সব মিলিয়ে দারুণ সময় কাটাচ্ছিলেন তারা। এর মধ্যে একটি হত্যাকাণ্ড ঘটে। ঘটনায় মোড় নেয়। কিন্তু কে কাকে মারলো সেটা ট্রেলারে দেখানো হয়নি।

টানটান উত্তেজনাপূর্ণ ট্রেলারটি সোমবার (০৬ জানুয়ারি) প্রকাশের সঙ্গে সঙ্গেই দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

‘এক ভিলেন’ ও ‘আশিকি ২’খ্যাত পরিচালক মোহিত সুরির ‘মালাং’ সিনেমায় আদিত্য ও দিশা পাটানির সঙ্গে অভিনয় করেছেন অনিল কাপুর ও কুনাল খেমু। সুইডিশ-গ্রীক অভিনেত্রী এলি আব্রামকেও ট্রেলারে দেখা গেছে। ট্রেলারের শেষ দিকে জানা যায়, কাহিনীর চারজন মূল চরিত্রই খুনি, কিন্তু তাদের প্রত্যেকের উদ্দেশ্য ভিন্ন।

‘আশিকি ২’র পর আদিত্য রয় কাপুর ও মোহিত সুরির এটি দ্বিতীয় সমন্বিত সিনেমা। আগামী ৭ ফেব্রুয়ারি বড় পর্দায় আসবে ‘মালাং’।

/এনএ

Related Articles

Leave a Reply

Close
Close