দেশজুড়ে
ট্রেনে কাটা পড়ে নিহত ১

ঢাকা অর্থনীতি ডেস্ক: রাজধানীর খিলক্ষেত রেল ক্রসিংয়ে ট্রেনে কাটা পড়ে প্রদীপ কুমার সরকার (৪২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
বুধবার (১৭ নভেম্বর) সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত প্রদীপের বাড়ি গাজীপুর কালিয়াকৈর থানার উত্তর দারিয়াপুর গ্রামে। তার বাবা মৃত বিনয় ভূষণ সরকার। নিহত প্রদীপ পেশায় গ্রাম্য চিকিৎসক ছিলেন। তিনি চিকিৎসার জন্য ঢাকায় এসেছিলেন।
ঢাকা রেলওয়ে থানার অন্তর্ভুক্ত বিমানবন্দর পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. সাকলাইন জানান, সকালে খিলক্ষেত রেলক্রসিং পার হওয়ার সময় ঢাকা থেকে ছেড়ে যাওয়া রংপুরগামী ‘রংপুর এক্সপ্রেস’ নামে ট্রেনের নিচে কাটা পড়েন তিনি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তিনি জানান, খবর পেয়ে সঙ্গে সঙ্গে মরদেহটি উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি মর্গে পাঠানো হবে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।