দেশজুড়ে
ট্রেনের শিডিউল বিপর্যয়; জেনে নিন ট্রেন ছাড়ার সময়!
ঢাকা অর্থনীতি ডেস্কঃ শিডিউল বিপর্যয়ের মধ্যে আজও ট্রেনে ঢাকা ছাড়ছেন বিপুল সংখ্যক মানুষ। তবে পশ্চিমাঞ্চলের বেশিরভাগ ট্রেন বিলম্বে ছেড়ে যাচ্ছে।
ট্রেনের শিডিউল বিপর্যয় হবে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। শনিবার (১০ আগস্ট) সকালে রেলওয়ের পরিচালক (জনসংযোগ) মাহবুবুর রহমান সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ধূমকেতু এক্সপ্রেস ছেড়ে যাবে ছয়ঘন্টা ৩০ মিনিট বিলম্বে আনুমানিক ১২টা ৩০ মিনিটে। সুন্দরবন এক্সপ্রেস ছেড়ে যাবে পাঁচ ঘণ্টা বিলম্বে আনুমানিক ১১টা ২০ মিনিটে। নীলসাগর এক্সপ্রেস ছেড়ে যাবে আট ঘণ্টা বিলম্বে আনুমানিক চারটায়।
রংপুর এক্সপ্রেস ছেড়ে যাবে আট ঘণ্টা বিলম্বে আনুমানিক পাঁচটায়। লালমনিরহাট ঈদ স্পেশাল ছেড়ে যাবে ১০ ঘণ্টা বিলম্বে আনুমানিক সাতটা ১৫ মিনিটে। এছাড়া পশ্চিমাঞ্চলগামী অন্যান্য ট্রেন এক ঘণ্টা বিলম্বে চলাচল করবে।