দেশজুড়ে

ট্রেনের ছাদে ওঠায় ২৩ জন গ্রেপ্তার

ঢাকা অর্থনীতি ডেস্কঃ ট্রেনের ছাদে উঠে ভ্রমণ করলে কঠোর আইনি ব্যবস্থা নেয়া হবে।  রেলপথ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ঝুঁকি নিয়ে কোনো ব্যক্তি ট্রেনে ভ্রমণ করলে, তাকে এক বছর পর্যন্ত কারাদণ্ড দেওয়া হবে এমনটি জানানো হয় বিজ্ঞপ্তিতে। তবে আইনটি কার্যকর হলেও ছাদে যাত্রী ওঠা থেমে নেই।

আর এরই ধারাবাহিকতায় সোমবার (২ সেপ্টেম্বর) এক অভিযানে ছাদে ওঠায় ২৩ জনকে গ্রেপ্তার করেছে রেলওয়ে নিরাপত্তা বাহিনী।

বাহিনীর সহকারী কমান্ডার মো. শহীদুল্লাহ জানান, সোমবার সকাল থেকে এ অভিযান পরিচালনা করা হয়। কমলাপুর স্টেশন থেকে বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাওয়া ট্রেনের ছাদে করে গ্রেপ্তাকৃতরা যাওয়ার চেষ্টা করছিল। তারা ছাদই নয়। ইঞ্জিনের বগিতেও চড়ে বসে। অনেকের কাছে টিকিটও নেই। ২৩ জনকে আদালতে পাঠানো হয়েছে। এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

রেলওয়ে সূত্র জানায়, হাফেজ, রহিম, আনোয়ারসহ গ্রেপ্তাকৃতদের আদালতে পাঠিয়ে সাজা চাওয়া হয়েছে। বিজ্ঞ বিচারক তাদের আইনের সবোর্চ্চ এক বছরের সাজা দিতে পারেন। অনেক আসামী কিশোর হওয়ায় তাদের সংশোধানাগারে পাঠানোর কথা আবেদনে বলা হয়েছে।

তবে গ্রেপ্তারকৃতদের অনেকের কাছে টিকিট ছিল বলে জানা যায়। এর আগে রোববার অপর অভিযানে একই অপরাধে আরো ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Close
Close