বিশ্বজুড়ে

ট্রাম্প করলেন বরখাস্ত, বাইডেন বানালেন উপদেষ্টা

ঢাকা অর্থনীতি ডেস্কঃ সোমবার (৯ নভেম্বর) টুইটারে কর্মকর্তাদের বরখাস্ত করার সিদ্ধান্ত জানান ডোনাল্ড ট্রাম্প।

আর অন্য দিকে করোনা মোকাবিলায় উপদেষ্টা বোর্ড সদস্যদের নামের তালিকা ঘোষণা করেছেন জো বাইডেন। জানুয়ারিতে তিনি প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর এই বোর্ড সদস্যরা মহামারি মোকাবিলায় তার উপদেষ্টা হিসেবে কাজ করবেন। এই তালিকায় রয়েছেন ট্রাম্প প্রশাসন থেকে বরখাস্ত হওয়া কর্মকর্তা রিক ব্রাইট। এমন খবর জানিয়েছে সিএনএন।

করোনাকে আমলে নেয়নি ট্রাম্প প্রশাসন এই তথ্য ফাঁস করে দেওয়ার পর রিক ব্রাইটকে বরখাস্ত করা হয়।

মার্কিন নির্বাচনে জো বাইডেনর কাছে হেরেছেন ডোনাল্ড ট্রাম্প। কিন্তু এখনও খাতায় কলমে তিনিই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। ট্রাম্পকে বিরোধীতা করায় হোয়াইট হাউস ছাড়ার আগে প্রতিরক্ষা সচিব মার্ক এসপারকে বরখাস্ত করেছেন তিনি।

/আরএম

Related Articles

Leave a Reply

Close
Close