প্রধান শিরোনামবিশ্বজুড়ে

ট্রাম্প আসবেন তাই বস্তি ঢাকতে দেয়াল দিচ্ছে ভারত

ঢাকা অর্থনীতি ডেস্কঃ ভারত সফরে আসবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারতে এসে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে গুজরাটের প্রথাগত ডান্ডিয়াও খেলবেন ট্রাম্প। রয়েছে আরো নানা অনুষ্ঠান। এ কারণে নতুন করে সাজানো হচ্ছে রীতিমতো পুরো আমেদাবাদকে।

কিন্তু সেই সৌন্দর্যের মাঝে বড় বাধা কিছু ঝুঁপড়ি ঘর। আহমেদাবাদ শহরের মাঝ বরাবর অবস্থিত এই ঝুঁপড়িগুলোতে বাস করেন অনেক নিম্নবিত্তের মানুষ। তাই মার্কিন প্রেসিডেন্টের নজর থেকে এ সব ঝুঁপড়ি ঘর ও দারিদ্রতা আড়াল করতে রাস্তার পাশ দিয়ে দেয়াল নির্মাণ করছে আমেদাবাদ পৌরসভা। ভারতের গণমাধ্যম সংবাদ প্রতিদিন এমন খবর প্রকাশ করেছে।

মার্কিন প্রেসিডেন্টের সামনে বস্তিবাসীর এই দুর্দশা প্রকাশ্যে চলে এলে তা আমেদাবাদ শহর তথা দেশের জন্য ভাল প্রচার হবে না। তাই ট্রাম্পের সফরের দিন দশেক বাকি থাকতেই আমেদাবাদ বিমানবন্দর থেকে সর্দার প্যাটেল মোটেরা স্টেডিয়াম পর্যন্ত মেরামত করা হচ্ছে রাস্তা। সেই সঙ্গেই এই রাস্তার ধারে গড়ে ওঠা বস্তি আড়াল করতে আধ কিলোমিটার রাস্তায় তৈরি করা হচ্ছে কংক্রিটের দেয়াল।

আহমেদাবাদ পৌরসভার এমন কাজে ক্ষুব্ধ হয়েছেন সেখানে বাস করা বস্তিবাসীরা। বস্তির এক যুবক বলেন, ‘এভাবে সরকার আসলে গরিবদের অপমান করছে। আমাদের নিয়ে যদি সরকারের এতোই সমস্যা, তাহলে দারিদ্রতা দূর করতে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করলেই তো হয়।’

বস্তির অন্য বাসিন্দারা জানান, এই বঞ্চনা নতুন কিছু নয়। এর আগে যখন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে এলেন, বা চীনের শি জিংপিং এলেন, তখনো তাদের বস্তি ঢেকে দেয়া হয়েছিলো। এতদিন ওই বস্তি এলাকায় দেয়া হতো পর্দা। এবার একেবারে সরাসরি কংক্রিটের দেয়াল তোলা হচ্ছে।

বাসিন্দারা আরো জানান, এই বস্তিতে এমনিতেই তাদের জীবন দূর্বিষহ। এবার তা আরো কঠিন হবে। শহরের ভিতরে ঢুকতে হলে, অনেক ঘুরে ঘুরে যেতে হবে।

এ বিষয়ে প্রশ্ন করা হলে পৌরসভার চেয়ারম্যানকে বলেন, ‘এ বিষয়ে আমি কিছু জানি না।’

/আরএম

Related Articles

Leave a Reply

Close
Close