বিশ্বজুড়ে

ট্রাম্পের জনপ্রিয়তা এক বছরের মধ্যে সর্বনিম্নে পৌঁছেছেঃ জরিপ

ঢাকা অর্থনীতি ডেস্কঃ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তা এক বছরের মধ্যে সর্বনিম্নে পৌঁছেছে। জরিপ সংস্থা হিল/হ্যারিসএক্স’র সর্বশেষ তথ্য অনুযায়ী ট্রাম্পের জনপ্রিয়তা ছয় শতাংশ কমে ৪৪ শতাংশে পৌঁছেছে। ৫৬ শতাংশ মানুষই ট্রাম্পের কাজের প্রতি অসন্তোষ প্রকাশ করেছেন। গত এক বছরে আর কখনোই তার জনপ্রিয়তা এতো নিচে নামেনি।

মার্কিন যুক্তরাষ্ট্রে বর্ণবৈষম্যের বিরুদ্ধে আন্দোলন শুরুর পর গত সোমবার থেকে শনিবার পর্যন্ত এ জরিপ চালানো হয়েছে। বর্ণবৈষম্য ও করোনাভাইরাস ইস্যু ট্রাম্পের জনপ্রিয়তা হ্রাসে ভূমিকা রেখেছে বলে মনে করা হচ্ছে।

মার্কিন যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত করোনাভাইরাসে সবচেয়ে বেশি মানুষ মারা গেছে। এছাড়া বর্ণবৈষম্য বিরোধী আন্দোলন ইস্যুতেও বিরূপ মন্তব্য ও আচরণ করে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন ট্রাম্প।

আগামী ৩রা নভেম্বর যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনের দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থী হচ্ছেন ডোনাল্ড ট্রাম্প ও জো বাইডেন।

/এন এইচ

Related Articles

Leave a Reply

Close
Close