করোনাদেশজুড়েপ্রধান শিরোনামবিশ্বজুড়ে
ট্রানজিট ফ্লাইটে ৬ দেশের নিষেধাজ্ঞা তুলে নিল আমিরাত
ঢাকা অর্থনীতি ডেস্ক: অতি মহামারির কারনে বেশ কিছু দেশে আরব আমিরাত প্রবেশে নিষেধাজ্ঞা দিলেও এবার শর্তসাপেক্ষে আরব আমিরাতে যেতে বা ট্রানজিট ব্যবহার করতে পারবেন, ভারত, পাকিস্তানসহ ৬ দেশের নাগরিকরা। তবে এ ৬টি দেশের মধ্যে নেই বাংলাদেশের নাম।
বিবৃতিতে এ তথ্য জানায়, এমিরেটস এয়ারলাইন্স। বলা হয়, আমিরাতে প্রবেশের ১৪ দিন আগে করোনার টিকার দুটি ডোজই নিতে হবে যাত্রীদের, থাকতে হবে সনদও। আগামী ৫ আগষ্ট থেকে কার্যকর হবে এ সিদ্ধান্ত।
ঘোষণা অনুযায়ী যেসব দেশের ফ্লাইট চলাচলে নিষেধাজ্ঞা রয়েছে সেসব দেশের যাত্রীরা বৃহস্পতিবার থেকে দেশটির বিমানবন্দর ব্যবহার করে ট্রানজিট নিতে পারবেন। আমিরাতের বিমানবন্দরকে ট্রানজিট হিসেবে ব্যবহার করে তারা চূড়ান্ত গন্তব্য হিসেবে কোথায় যাচ্ছেন, সেটাও জানাতে হবে। আমিরাতের যে বিমানবন্দরে তারা অবতরণ করবেন, সেখানে ট্রানজিট নেওয়া যাত্রীদের জন্য পৃথক কোনো লাউঞ্জ থাকবে না।
করোনা মহামারির কারণে গত কয়েক মাস ধরে দক্ষিণ এশিয়া ও আফ্রিকার অনেক দেশের যাত্রীদের প্রবেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছিল আন্তর্জাতিক ভ্রমণের অন্যতম প্রধান কেন্দ্র সংযুক্ত আরব আমিরাত।