আমদানি-রপ্তানীশিল্প-বানিজ্য
ট্রাক বিকল, হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ
ঢাকা অর্থনীতি ডেস্ক: ভারতের অভ্যন্তরে বাংলাদেশের প্রবেশমুখে পাথরবোঝাই একটি ট্রাক বিকল হওয়ায় হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে।
বৃহস্পতিবার (১৯ আগস্ট) সকাল সাড়ে ১১টায় হিলি জিরো পয়েন্ট এলাকায় আমদানি শুরুর কিছুক্ষণ পরেই গাড়িটি বিকল হওয়ায় বাণিজ্য কার্যক্রম বন্ধ হয়ে যায়।
বিষয়টি নিশ্চিত করে বাংলাহিলি সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল আজিজ জানান, ভারত অভ্যন্তরে বাংলাদেশের প্রবেশপথে (জিরো পয়েন্ট এলাকায়) আমদানিকৃত পাথরবোঝাই একটি ট্রাক বিকল হওয়ায় আমদানি-রপ্তানি বন্ধ হয়ে পড়ে।
তিনি আরও জানান, আমদানি-রপ্তানির জন্য রাস্তাটি একমুখী হওয়ায় প্রতিনিয়তই এই ধরনের সমস্যায় পড়তে ব্যবসায়ীদের।
এর আগে গত রোববার (১৫ আগস্ট) সকাল থেকেই দুই দেশের মাঝে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ ছিল।
সেদিন হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল আজিজ জানান, রোববার জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধুর ৪৬তম শাহাদতবার্ষিকী উপলক্ষে সরকারি ছুটি রয়েছে।
অপরদিকে আজ ভারতের ৭৫তম স্বাধীনতা দিবস, সে কারণে ভারতীয় রপ্তানিকারকরা কোনো পণ্য রপ্তানি বা আমদানি না করার ঘোষণা দেওয়ায় বন্দরের আমদানি রপ্তানিসহ ভেতরের সব ধরনের কার্যক্রম বন্ধ ছিল। এরপর সোমবার (১৬ আগস্ট) সকাল থেকে আবারও আমদানি-রপ্তানি শুরু হয়।
হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেকেন্দার আলী জানান, বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারত অভ্যন্তরে আটকেপড়া যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।