দেশজুড়েপ্রধান শিরোনাম

ট্রাকের ধাক্কায় মাইক্রোবাসের সিলিন্ডারে বিস্ফোরণ, নিহত ৩

ঢাকা অর্থনীতি ডেস্কঃ সিলেটের গোলাপগঞ্জে ট্রাকের ধাক্কায় মাইক্রোবাসের সিলিন্ডারে বিস্ফোরণ ঘটেছে। এ ঘটনায় ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন মাইক্রোবাসের তিন যাত্রী।

বুধবার (৩০ ডিসেম্বর) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে।

এদিকে এরইমধ্যে উদ্ধারকাজ শুরু করছে ফায়ার সার্ভিসের কর্মীরা। আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে পাঠানো হচ্ছে।

গোলাপগঞ্জ থানার ওসি মো. হারুন উর রশিদ চৌধুরী দুর্ঘটনার তথ্য নিশ্চিত করে বলেন, স্থানীয়রা উদ্ধারকর্মীদের সহোযোগিতা করছে। পুলিশের পক্ষ থেকে খোঁজ নেওয়া হচ্ছে। এখনো পর্যন্ত তিনজন নিহতের খবর পাওয়া গেছে।

/এন এইচ

Related Articles

Leave a Reply

Close
Close