দেশজুড়েপ্রধান শিরোনাম
ট্রাকের ধাক্কায় এস আই নিহত
ঢাকা অর্থনীতি ডেস্ক: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী পুলিশের উপপরিদর্শক (এসআই) মিল্টন সরকার (৩২) নিহত হয়েছেন।
রোববার (০৮ মার্চ) রাত সাড়ে নয়টার দিকে দামুড়হুদা আবদুল ওদুদ শাহ কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মিল্টনের বাড়ি ঝালকাঠির নলছিটি উপজেলার রানাপাশা গ্রামে। তাঁর বাবা পুলিশ সদস্য সুভাষ চন্দ্র সরকার। মিল্টন দামুড়হুদা মডেল থানার এসআই হিসেবে কর্মরত ছিলেন। মিল্টনের ১৫ মাস বয়সী এক মেয়ে আছে, নাম সেঁজুতি সরকার। স্বামীর মৃত্যুর খবর শুনে স্ত্রী তৃষ্ণা সরকার কান্নায় ভেঙে পড়েন।
আজ সোমবার সকালে চুয়াডাঙ্গার সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে জেলা পুলিশের ব্যবস্থাপনায় মিল্টন সরকারের মরদেহ গ্রামের বাড়িতে পাঠানো হয়।
নিহতের সহকর্মীরা বলেন, এসআই মিল্টন সরকার গতকাল রাতে থানা থেকে মোটরসাইকেল নিয়ে টহলে বের হন। থানা রোড থেকে মহাসড়কে ওঠার পরপরই দর্শনা থেকে চুয়াডাঙ্গামুখী ট্রাক মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মিল্টন মারা যান। দুমড়ে মুচড়ে যায় তাঁর ব্যবহৃত মোটরসাইকেলটি। পুলিশ ওই ট্রাক, ট্রাকের চালক ও সহকারীকে ধরতে পারেনি।
দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল খালেক এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন।