দেশজুড়েপ্রধান শিরোনাম

ট্রাকচাপায় নোবিপ্রবি শিক্ষার্থী নিহত, গ্রেফতার চালক

ঢাকা অর্থনীতি ডেস্কঃ ট্রাকচাপায় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শিক্ষার্থী নিহতের ঘটনায় অভিযুক্ত চালককে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

মঙ্গলবার রাত ৯টার দিকে জেলার বেগমগঞ্জ উপজেলার সেতু ভাঙ্গা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ৫০ বছর বয়সী মো. মামুন হোসেন চুয়াডাঙ্গা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের সাতগাড়ী এলাকার জাবেদ আলীর ছেলে।

নিহতের নাম অজয় মজুমদার। তিনি নোয়াখালী বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন সায়েন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ও সুবর্ণচর উপজেলার চরবাটা ইউনিয়নের বাদল চন্দ্র মজুমদারের ছেলে।

নোয়াখালী পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে করা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।

মঙ্গলবার দুপুরে মাইজদি থেকে অটোরিকশা করে মান্নান নগরের দিকে যাচ্ছিলেন অজয় মজুমদার। এ সময় সোনাপুর জিরো পয়েন্টে ​গাড়ি থেকে নামার সময় একটি ট্রাক তাকে ধাক্কা দিয়ে চলে যায়। গুরুতর অবস্থায় উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

/এন এইচ

Related Articles

Leave a Reply

Close
Close