দেশজুড়ে

ট্যানারি বর্জ্য দিয়ে মাছের খাবার তৈরি, গ্রেফতার ১০

ঢাকা অর্থনীতি ডেস্কঃ কেরানীগঞ্জের মোল্লাবাড়ি মার্কেট এলাকায় বিষাক্ত ট্যানারি বর্জ্য দিয়ে পোল্ট্রি ও মাছের খাবার তৈরির কয়েকটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে র‍্যাব।

মঙ্গলবার (১৮ জুন) দিবাগত মধ্যরাত থেকে ভোর ৩টা পর্যন্ত হাজারীবাগের এসব কারখানায় টানা অভিযান চালানো হয়। এ সময় ১০ জনকে দুই বছর করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

র‍্যাবের নির্বাহী হাকিম সারোয়ার আলম গণমাধ্যমকে বলেন, গতকাল রাতভর এই অভিযান চালানো হয়। এসব কারখানায় বিপজ্জনক ট্যানারির বর্জ্য দিয়ে পোলট্রি ও ফিশ ফিড তৈরি করা হয়। অভিযানের সময় মোট দুই হাজার ৮০০ বিষাক্ত পোলট্রি ও ফিশ ফিড জব্দ করা হয়।

Related Articles

Leave a Reply

Close
Close