ধামরাইস্থানীয় সংবাদ
টোল দিতে দেরি করায় ধামরাইয়ে চালককে পিটিয়ে রক্তাক্ত
ঢাকা অর্থনীতি ডেস্কঃ টোল দিতে দেরি হওয়ায় এক অটোরিকশা চালককে বেদম পিটিয়ে মারাত্মক জখম করেছেন টোল আদায়কারীরা। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে ইসলামপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। শুক্রবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় ঢাকার ধামরাইয়ে পৌর শহরের ইসলামপুরে টোল আদায় পয়েন্টে এ ঘটনা ঘটে।
আহত রিকশা চালকের নাম রায়হান (৩৫)। তিনি বগুড়ার আদমদীঘির বিনাহালি গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।
জানা যায়, প্রতিদিনের মতো ইজারাদারের লোকজন রিকশা, ভ্যান, অটোরিকশা, ভডভডি থেকে ১০-২০ টাকা টোল আদায় করছিলেন। ঘটনার দিন সন্ধ্যায় ওই রিকশাটি ইসলামপুরে এসে থামলে টোল আদায়কারীরা চালকের কাছে টোল দাবি করেন। টোল দিতে দেরি হওয়ায় তারা লোকজন নিয়ে অটোরিকশা চালককে পিটিয়ে পকেটে রাখা ভাড়ার সব টাকা ছিনিয়ে নেন। পরে স্থানীয় লোকজন আহত ও রক্তাক্ত অবস্থায় ওই চালককে উদ্ধার করে ইসলামপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
আরও জানা যায়, টোল আদায়কারীরা ওই রাস্তাটি পৌরসভা থেকে ইজারা নিয়েছে। এ বিষয়ে জানতে মেয়রের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।