প্রধান শিরোনামবিনোদনবিশ্বজুড়েভ্রমনস্বাস্থ্য
টোকিও ডিজনিল্যান্ড বন্ধ করোনা আতঙ্কে
ঢাকা অর্থনীতি ডেস্ক: করোনাভাইরাস আতঙ্কে এবার বন্ধ ঘোষণা করা হয়েছে টোকিও ডিজনিল্যান্ড। বিখ্যাত এই থিম পার্কটি বন্ধ থাকবে মার্চের মাঝামাঝি পর্যন্ত।
শনিবার (২৯ ফেব্রুয়ারি) থেকে বন্ধ করে দেয়া হবে টোকিও ডিজনিল্যান্ড। ১৫ই মার্চ পুনরায় খুলে দেয়া হবে এটি। শুক্রবার থিমপার্কটির ব্যবস্থাপনা সংস্থা ওরিয়েন্টাল ল্যান্ড কোম্পানি লিমিটেড এক বিবৃতিতে বিষয়টি জানায়।
জাপানে করোনাভাইরাস আতঙ্কে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে তারা জানায়। কোম্পানিটি জানায়, দেশি-বিদেশি বিপুল পর্যটক সমাগমের কারণে টোকিও ডিজনিল্যান্ড এবং ডিজনিসি দুইটি কেন্দ্রেই করোনাভাইরাস সংক্রমণের আশঙ্কা আছে।
জাপানের উরিয়াসু শহরে ১১৩ একর জায়গার ওপর বিশাল এই পার্কটি প্রতিষ্ঠিত। যুক্তরাষ্ট্রের বাইরে প্রথম জাপানে এই থিমপার্ক গড়ে তোলা হয়।