দেশজুড়ে
টেকনাফ র্যাব ক্যাম্পের সামনে থেকে ইয়াবাসহ আটক-১
ঢাকা অর্থনীতি ডেস্কঃ টেকনাফ বড়ইতলী র্যাব ক্যাম্পের সামনে থেকে ২ হাজার পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী’কে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৫)।
বৃহষ্পতিবার (১৩ আগস্ট) বিকাল ৪টা ৩০ এর সময় গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফের বড়ইতলী বায়তুল রহমান জামে মসজিদের গেইটের সামনে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। পরে সে তার সিএনজির স্টিয়ারিং এর ভিতরে বিশেষ কায়দায় রাখা অবস্থায় সর্বমোট ২ হাজার পিস উদ্ধার করে। এসময় ত্রি হুইলার সিএনজিটিও জব্দ করে র্যাবের অভিযানিক দল।
উদ্ধারকৃত মাদকের (ইয়াবা) মূল্য আনুমানিক ১০,০০,০০০ (দশ লক্ষ) টাকা। আটক মাদক ব্যবসায়ী কক্সবাজার সদরের দক্ষিণ মুহুরীপাড়ার (বিসিক এলাকা) মোঃ আলমগীর হোসেন (২৮)
গ্রেফতারকৃত আসামী ও উদ্ধারকৃত মালামাল পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে নিশ্চিত করেন র্যাব-১৫ কক্সবাজার এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসসপি আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী।
/এন এইচ