কৃষিদেশজুড়েপ্রধান শিরোনাম
টেকনাফের পোকা পঙ্গপাল নয়, ঘাসফড়িংয়ের প্রজাতি
ঢাকা অর্থনীতি ডেস্কঃ কক্সবাজারের টেকনাফে দেখা দেয়া পোকা পঙ্গপাল নয়, এটি ঘাসফড়িংয়ের একটি প্রজাতি। এমনটা নিশ্চিত করেছেন বিজ্ঞানীরা। শনিবার (২রা মে) সকাল ১১টার দিকে ঘটনাস্থল পরিদর্শন শেষে এ তথ্য জানান ঢাকার ছয় বিজ্ঞানীর একটি দল। তারা আরও জানান, এটি অপ্রধান ক্ষতিকর পোকা, এগুলোর অস্তিত্ব বাংলাদেশে আগেও দেখা গেছে। তারা আরও জানান, এই পোকা স্থানীয়দের কাছে বর্মিডাল পোকা হিসেবে পরিচিত। এটি বাংলাদেশ ছাড়াও মিয়ানমার ও থাইল্যান্ডসহ দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোতে দেখা যায়।
এদিকে, চীন থেকে কৃষি বিশেষজ্ঞদের একটি টিম টেকনাফে আসার কথা রয়েছে। এছাড়া ঘটনাস্থলে যাচ্ছে গাজীপুরের বঙ্গবন্ধু কৃষি গবেষণা ইনস্টিটিউট ও রাজধানীর শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের দুটি টিম। এসব তথ্য জানিয়েছেন স্থানীয় কৃষি অধিদপ্তরের কর্মকর্তারা।
এর আগে, জাতিসংঘের কৃষি ও খাদ্য বিভাগের দুই বিদেশি কর্মকর্তাকে সঙ্গে নিয়ে টেকনাফে ঘটনাস্থল পরিদর্শন করে একটি দল। গত ১৮ই এপ্রিল টেকনাফের এক ব্যক্তির বাগানে পঙ্গপালের মতো দেখতে এই পোকা দেখা যায়। পোকাগুলো গাছের পাতা খেয়ে ফেলছে।
/এন এইচ