দেশজুড়ে

টিয়া পাখি দিয়ে ভাগ্য গণনা করলেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত

ঢাকা অর্থনীতি ডেস্কঃ ব্যক্তিগতভাবে বিশ্বাস করুক আর নাই করুক সুযোগ পেলে টিয়া পাখি দিয়ে ভাগ্য গণনা করতে বসে পড়েন অনেকেই।

তেমনি টিয়া পাখি দিয়ে নিজের ভাগ্য গণনা করলেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার।

মূলত কৌতূহলী হয়েই টিয়া পাখির দ্বারস্থ হয়েছেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত।

শুক্রবার সকালে রাজধানীর গুলশানে ‘পাড়া উৎসব’ নামের এক অনুষ্ঠানে গিয়ে এ ভাগ্য গণনা উপভোগ করেন তিনি। জানা গেছে, প্রতিবেশীদের মধ্যে সম্পর্ক সুদৃঢ় করতে আয়োজন করা হয় এ উৎসব অনুষ্ঠান। অনুষ্ঠানটি উদ্বোধন করেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম।

এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত রবার্ট মিলার।

অনুষ্ঠানের একপর্যায়ে রবার্ট মিলার দেখতে পান কতগুলো খাম ও টিয়া পাখি নিয়ে বসে আছেন এক ব্যক্তি। আর পাখিটি ওই ব্যক্তির কথামতো খামগুলো ঠোঁট দিয়ে তুলছে।

বিষয়টির সম্পর্কে আগ্রহ সহকারে পাশে থাকা মেয়র আতিকুল ইসলামের কাছে জানতে চান যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত।

মেয়র আতিকুল ইসলাম বিষয়টি সম্পর্কে তাকে বুঝিয়ে বললে রবার্ট মিলারের আগ্রহ আরও বেড়ে যায়।

তিনি নিজেই বিষয়টি পরখ করে দেখতে চান। এ সময় খামে মোড়ানো ভাগ্য লেখা একটি কাগজ তার হাতে তুলে দেয় টিয়া পাখি। ভাগ্য গণনাকারী তখন কাগজটিতে কী লেখা আছে তা পড়ে শোনান।

বাংলায় লেখায় সেই চিরকুটটি রবার্ট মিলারকে আয়োজকদের একজন তা অনুবাদ করে শোনান।

সেখানে লেখা ছিল– ‘এটা যার নামে উঠবে তিনি জীবনে সুখ-সমৃদ্ধি লাভ করবেন। জীবনে উন্নতি ঘটবে…।’

এমন কথা শুনে প্রচণ্ড খুশি হয়ে হেসে দেন মিলার। তিনি সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

মেয়র আতিকুল ইসলামের সহায়তায় স্টেট ইউবি ভার্সিটি অব নিউইয়র্কের অনুষদ সদস্য ও হিরোজ ফর অলের প্রতিষ্ঠাতা ড. রেহনুমা করিম, গুলশান সোসাইটির ট্রাফিক ম্যানেজমেন্ট অ্যান্ড সিভিক সোসাইটির আহ্বায়ক শায়ান শেরাজ, মেরিল অ্যান্ড ফোর্বসের প্রতিষ্ঠাতা তাজরীন মান্না এ আয়োজনের অন্যতম আয়োজক হিসেবে কাজ করেছেন।

/এন এইচ

Related Articles

Leave a Reply

Close
Close