তথ্যপ্রযুক্তি

টিভি আনছে ওয়ানপ্লাস!

ঢাকা অর্থনীতি ডেস্কঃ স্মার্টফোনে একচেটিয়া আধিপত্য বিস্তারের পর এবার স্মার্ট টিভি আনার ঘোষণা দিয়েছে চীনা স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ওয়ানপ্লাস। তারা এই টিভির নামকরণ করছে ‘ওয়ানপ্লাস টিভি’।

সম্প্রতি ওয়ানপ্লাস ফোরামের এক প্রতিবেদনে বলা হয়েছে, আমাদের বিশ্বাস এমন অন্য কোনো নাম নেই যা আমাদের নিজেদের ব্র্যান্ড নামের চেয়ে বেশি মূল্য দিতে পারে।

চীনা প্রতিষ্ঠানটি ইতোমধ্যেই ওয়ানপ্লাস টিভির লোগো উন্মোচন করেছে। সেখানে ওয়ানপ্লাসের লোগোর পাশে টিভি লেখা রয়েছে।

তবে দীর্ঘদিন ধরে এই ওয়ানপ্লাস টিভি আনার গুঞ্জন শোনা যাচ্ছিল। আর এবার সেই গুঞ্জন সত্যি হলো।

জানা গেছে, চলতি বছরের সেপ্টেম্বরেই টিভি বাজারে আনার পরিকল্পনা করেছে ওয়ানপ্লাস। কিন্তু এখন পর্যন্ত এই টেক জায়ান্টটি তেমন বিস্তারিত কিছু জানায়নি।

এদিকে সম্প্রতি ব্লুটুথ এসআইজির এক নথিতে বলা হয়েছে, ওয়ানপ্লাস টিভি অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলবে। এতে ৪৩ ইঞ্চি থেকে ৭৫ ইঞ্চির এলইডি প্যানেল ব্যবহার করা হবে।ডিভাইসটি সেপ্টেম্বরের শেষ নাগাদ উন্মোচন করা হতে পারে।

মূলত অপেক্ষাকৃত কম দামে ফ্ল্যাগশিপ অ্যান্ড্রয়েড স্মার্টফোন বাজারে আনায় অল্প সময়ে ওয়ানপ্লাস জনপ্রিয়তা পেয়েছে। ধারণা করা হচ্ছে, টিভি বাজারেও প্রতিষ্ঠানটি সেই ধারা বজায় রাখবে।

Related Articles

Leave a Reply

Close
Close