ভ্রমন

টিকা গ্রহণকারীদের ফ্রান্স ভ্রমণের অনুমতি

ঢাকা অর্থনীতি ডেস্ক: এবার করোনার টিকা গ্রহণকারীরা এবার ফ্রান্সে ভ্রমণের অনুমতি পেলেন। বুধবার (০৯ জুন) থেকেই পর্যটকদের স্বাগত জানাবে বিশ্বখ্যাত পর্যটনের এই দেশ।

সরকারের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে পর্যটনের সাথে জড়িত ব্যবসায়ীরা। তবে ভ্রমণের ক্ষেত্রে বেশকিছু নিয়ম কানুনের কথা জানিয়েছে কর্তৃপক্ষ। সংক্রমণের ভিত্তিতে সবুজ, কমলা ও লাল ক্যাটাগরিতে ভাগ করেছে দেশগুলোকে।

আবেদনকারীদের নিশ্চিত করতে হবে ভ্যাকসিন গ্রহণের প্রমাণপত্র ও পিসিআর নেগেটিভ টেস্ট। তবে সবুজ ও কমলা তালিকাভুক্ত দেশগুলোর ক্ষেত্রে পিসিআর টেস্ট ও কোয়ারেন্টাইনের নিয়ম শিথিল করা হয়েছে।

এদিকে সংক্রমণ ঊর্ধ্বগামী হওয়ায় ভারত, ব্রাজিল ও দক্ষিণ আফ্রিকাসহ ১৬টি দেশকে লাল তালিকায় রেখেছে দেশটি।

Related Articles

Leave a Reply

Close
Close