বিনোদন

টিকটক-লাইকিতে ঝুঁকছেন অভিনেত্রীরা

ঢাকা অর্থনীতি ডেস্ক: করোনার বিধিনিষেধে কাজ বন্ধ থাকায় টিকটক আর লাইকির মতো প্ল্যাটফর্মে ভিডিও আপলোড করছেন বাংলা সিনেমার শীর্ষ নায়িকারা। অবসরে বানানো এইসব ভিডিও জনপ্রিয় হয়ে উঠছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

করোনার বিধিনিষেধে ঘরবন্দি তারকারা। অফুরন্ত সময় পেয়ে টিকটক-লাইকির মতো প্ল্যাটফর্মে মজেছেন তারা।

মৌসুমি, পূর্ণিমা, অপু বিশ্বাস, রত্না, মাহি, দিঘিসহ জনপ্রিয় নায়িকাদের এসব ভিডিওতে ঝড়ের বেগে ফ্যান-ফলোয়ারদের লাইক কমেন্ট পড়ে। দীঘির বিখ্যাত ডায়লগ, জনপ্রিয় গান কিংবা আলোচিত কোন ঘটনার অডিওর সাথে তারকাদের এইসব পরিবেশনা উপভোগ করছেন ভক্তরা।

চিত্রনায়িকা দিঘি বলেন, ‘আমি যখন ফ্রি থাকি তখন টিকটকটা করি। যখন কাজে ব্যস্ত থাকি কখন করি না। এটা জাস্ট আমার ফান টাইমের মত বলা যায়। টাইম পাসের জন্য মাঝে মাঝে ১-২টা ভিডিও বানানো হয়, সেগুলোই পোস্ট করা হয়।’

চিত্রনায়িকা অপু বিশ্বাস জানান, টিকটকে ভাইরাল হওয়া একটি বিয়ের অনুষ্ঠানের আড্ডার ভিডিও তার অনুমতি ছাড়াই আপলোড করা হয়েছে।

তিনি বলেন, ‘ওটা আমারটা চুরি করা। ঘটনা হচ্ছে আমরা তো অনেক প্রোগ্রামে যাওয়া পড়ে। তখন এই ফাঁকে কখন সে ভিডিও করেছে আম জানিও না। এটা সে তার টিকটকে দিয়ে দিয়েছে।’

অন্য তারকারা নেহাত মজার ছলে এসব ভিডিও আপলোড করলেও, ভক্তদের আগ্রহে বেশিরভাগই হয়েছে ভাইরাল।

Related Articles

Leave a Reply

Close
Close