তথ্যপ্রযুক্তি

টিকটক এবং উইচ্যাট ডাউনলোডে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র

ঢাকা অর্থনীতি ডেস্কঃ চীনা মোবাইল অ্যাপ টিকটক এবং উইচ্যাট ডাউনলোডে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। রোববার থেকে দেশটিতে বন্ধ হচ্ছে চীনের জনপ্রিয় এ দুটি মোবাইল অ্যাপস। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) মার্কিন কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। জাতীয় নিরাপত্তা হুমকির কারণে এ সিদ্ধান্ত নিয়েছে ওয়াশিংটন।

প্রযুক্তি নিয়ে চীন-যুক্তরাষ্ট্র উত্তেজনা এবং মার্কিন বিনিয়োগকারীদের কাছে ভিডিও অ্যাপ টিকটক বিক্রির জন্য ট্রাম্প প্রশাসনের মধ্যস্থতার মধ্যেই এ সিদ্ধান্ত এলো।

এক বিবৃতিতে মার্কিন বাণিজ্যমন্ত্রী উইলবার রোজ জানান, মার্কিন অর্থনীতি, পররাষ্ট্রনীতি এবং জাতীয় নিরাপত্তা ক্ষতিগ্রস্ত করার লক্ষ্যে চীনা কমিউনিস্ট পার্টি অ্যাপগুলো ব্যবহার করছে।

মার্কিন প্রশাসনের নতুন পদক্ষেপে চীনা ভাষাভাষিদের কাছে ব্যাপকভাবে ব্যহৃত উইচ্যাট এবং অ্যাপল ও গুগলের অনলাইন মার্কেটপ্লেস পরিচালিত টিকটক বন্ধ হয়ে যেতে পারে।

/এন এইচ

Related Articles

Leave a Reply

Close
Close