দেশজুড়েপ্রধান শিরোনাম

টিকটকে র‍্যাব পরিচয়ে ৪ বিয়ে, গ্রেফতার ১

ঢাকা অর্থনীতি ডেস্ক: ভুয়া পরিচয়ে টিকটক ব্যবহার করে নারীদের সাথে অনৈতিক সম্পর্ক স্থাপন, ব্ল্যাকমেইল ও অর্থ আত্মসাতের অভিযোগে টিকটক রাজ ওরফে আব্দুর রাকিবকে গ্রেফতার করেছে র‍্যাব। গতকাল রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

মঙ্গলবার (১৬ নভেম্বর) দুপুরে র‍্যাব মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে গ্রেফতারের কথা জানায় র‍্যাব।

এসময় তার কাছ থেকে র‍্যাবের ইউনিফর্ম, ভুয়া আইডি কার্ড, মোবাইল ফোন ও বেশ কয়েকটি সিমকার্ড জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে আইনশৃঙ্খলারক্ষী বাহিনীর পরিচয় দিয়ে প্রতারণার কথা স্বীকার করে। বিশ্বাসযোগ্যতা অর্জনে আইনশৃঙ্খলারক্ষী বাহিনীর মতো চুল কাটাসহ পোশাকও পরতো। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেকে বিজিবির একজন ল্যান্স নায়েক পদবীর সদস্য বলে পরিচয় দিতো টিকটক রাজ।

এসএসসি পাস গ্রেফতারকৃত টিকটক রাজ এর আগে গার্মেন্টসে চাকরি করতো। সম্প্রতি বগুড়ায় একটি আবাসিক হোটেলের সিকিউরিটি গার্ডের দায়িত্ব পালন করতো সে। প্রতারণার মাধ্যমে আসামি ৪টি বিয়ে করেছে। কৌশলে নারীদের আপত্তিকর ছবি ধারণ করে শতাধিক নারীকে প্রতারিতও করেছে।

Related Articles

Leave a Reply

Close
Close