তথ্যপ্রযুক্তি
টিকটকের কাছে হেরে যাচ্ছে ফেসবুক!
ঢাকা অর্থনীতি ডেস্কঃ বিশ্বের সবচেয়ে বড় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক। কিন্তু ভিডিওভিত্তিক সামাজিকমাধ্যম টিকটকের কাছে হেরে যেতে হচ্ছে ফেসবুককে।
চীনা মিউজিক ভিডিও বানানো ও শেয়ার করার এ প্ল্যাটফর্মটি এবার ফেসবুক ও ইনস্টাগ্রামকেও পেছনে ফেলে দিয়েছে।
গত সেপ্টেম্বর মাস পর্যন্ত টিকটক অ্যাপ প্রায় ৬ কোটি (৬০ মিলিয়ন) বার ডাউনলোড করা হয়েছে। অপর দিকে ফেসবুক অ্যাপ ডাউনলোড হয়েছে ৫০ দশমিক ২ মিলিয়নবার।
ভারতীয় এক গণমাধ্যমের খবরে বলা হয়েছে, চীনা ভিডিও তৈরির অ্যাপ টিকটকের ব্যবহারকারীর সংখ্যা তিন বছর ধরে বেড়েই চলেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অ্যাপের তালিকায় বর্তমানে শীর্ষে রয়েছে টিকটক। ফেসবুক রয়েছে দ্বিতীয় স্থানে আর তৃতীয় স্থানে রয়েছে ইনস্টাগ্রাম।